সময়ের আগেই ভারতের হাতে তুলে দেওয়া হবে S-400 মিসাইল, পুতিনের ঘোষণা পর ঘুম ছুটল চীন আর পাকিস্তানের!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
ওয়েব ডেস্কঃ রাশিয়ার (Russia) সেনার প্রতিরক্ষা কবচ S-400 মিসাইল সিস্টেম এবার খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) বলেন, রাশিয়া নির্ধারিত সময়ের bartaman আগেই ভারতের হাতে S-400 ভূমি থেকে হাওয়ায় ফায়ার করা মিসাইল সিস্টেম ডেলিভার করে দেবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি পুতিন ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া থেকে এই কথা বলেন।
S-400
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দুই দিনের ব্রিকস সন্মেলন সম্পন্ন হওয়ার পর রাষ্ট্রপতি পুতিন সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, S-400 মিসাইল এর ডেলিভারি পরিকল্পনা মাফিক চলছে, আর আমরা খুব শীঘ্রই ভারতের হাতে এই মিসাইল তুলে দেব।
S-400
প্রসঙ্গত, ভারত রাশিয়ার সাথে ৫.২ বিলিয়ন ডলারের S-400 মিসাইল কেনার জন্য গত বছর চুক্তি করেছিল। আপনাদের জানিয়ে রাখি, ইউক্রেন এবং সিরিয়ায় সৈন্য গতিবিধি এবং আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে হাতিয়ার কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু ভারত আমেরিকার এই নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে নিজেদের সৈন্য ক্ষমতা বাড়াতে রাশিয়ার সাথে চুক্তি করে।
জানিয়ে দিই, এই বছরের অক্টোবর মাসে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার তরফ থেকে নিষেধাজ্ঞার পরেও রাশিয়ার থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার জন্য ভারতের অধিকারের রক্ষা করেন। ভারত স্পষ্ট জানিয়ে দেয় যে, প্রতিরক্ষা উপকরণ কেনার জন্য আমরা স্বাধীন। এস জয়শঙ্কর বলেছিলেন, ভারত রাশিয়ার থেকে S-400 মিসাইল কেনার জন্য স্বাধীন।
বেইমান,মিথ্যাবাদী,সন্ত্রাসবাদ এই সব শব্দ এখন পাকিস্তানের সমর্থক শব্দ হয়ে উঠেছে তা সবার জানা। পাকিস্তান যতই আন্তর্জাতিক মহলে নিজেকে ভালো দেখাবার চেষ্টা করলেও সত্য এটাই যে পাকিস্তান নিজের স্বার্থের জন্য বা ভারতকে দুনিয়ার কাছে ছোট করার জন্য অনেক নিচে যেতে পারে। বর্তমানে পাকিস্থানের জেলে থাকা ভারতীয় নাগরিক কুলভূষণকে নিয়ে এমন তথ্য প্রকাশ পেয়েছে যার মাধমে পাকিস্তানের নোংরা চরিত্র সবার সামনে উঠেএসেছে। আসলে বালোচিস্তানের এক সামাজিক নেতা মামা কাদরি জানিয়েছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কুলভূষনকে ইরান থেকে অপহরণ করার জন্য মোল্লা উমরকে কয়েক কোটি টাকা প্রদান করেছিল।তিনি আরও জানান যে পাকিস্তান দাবি করছে যে তারা বালোচিস্তান থেকে কুলভূষনকে গ্রেপ্তার করেছে এটা সমূর্ণ মিথ্যা। মামা কাদরি আরও জানিয়েছেন,ইরানের শহর ছাবাহার থেকে অপহরণ করা হয়েছে যাদবকে।যাদবের চোখ,কান বেঁধে গাড়িতে তুলে বালচিস্তান নিয়ে আসা হয়েছিল এবং পরে সেখান থেকে ইসলামাবাদে নিয়ে আসা হয় যাদবকে। মামা কাদরি জানান যে তাঁর সঙ্গীরা অপহরণ স্বচোখে দেখেছেন। অর্থাৎ একটা বিষয় সম্পূর্ণ পরিষ্কার মিথ্যাবাদী পাকিস্তান শুধুমাত্র আন্তর্জাতি...
Comments
Post a Comment